Albatross Mohoshi's Blog's
প্রশ্নের দিক নির্দাশবলীঃ
* প্রথমেই দেখতে হবে, যে ইনপুট টা কিভাবে নিতে বলা হয়েছে এবং আউটপুট টা কিভাবে
দেখাতে বলা হয়েছে।
*প্রোগ্রামটিতে তিনটি ইন্টেজার টাইপের ডাটা নিতে বলা হয়েছে। সেই তিনটি ইনপুটকে ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে। তারপর তিনটি ইনপুট প্রিন্ট করে দিতে বলা হয়েছে ঠিক যেভাবে
ইনপুট নেওয়া হয়েছিল।
*প্রোগ্রামটিতে তিনটি ইন্টেজার টাইপের ডাটা নিতে বলা হয়েছে। সেই তিনটি ইনপুটকে ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে। তারপর তিনটি ইনপুট প্রিন্ট করে দিতে বলা হয়েছে ঠিক যেভাবে
ইনপুট নেওয়া হয়েছিল।
* নিউ লাইন দিতে ভুলে যেয়ো না কিন্তু নাহলে প্রেজেন্টেশন এরর!
* প্রোগ্রামটি হয়ে গেলে প্রশ্নের ইনপুট গুলো দিয়ে পরীক্ষা করে দেখো উপরোক্ত আউটপুট গুলো আসে কিনা।
সমাধানঃ
#include<stdio.h>
int main()
{
int a,b,c;
scanf("%d %d %d",&a,&b,&c);
if(a<b && a<c)
{
printf("%d\n",a);
if(b<c)
{
printf("%d\n%d\n",b,c);
}
else{
printf("%d\n%d\n",c,b);
}
}
if(b<a && b<c)
{
printf("%d\n",b);
if(a<c)
{
printf("%d\n%d\n",a,c);
}
else{
printf("%d\n%d\n",c,a);
}
}
if(c<a && c<b)
{
printf("%d\n",c);
if(a<b)
{
printf("%d\n%d\n",a,b);
}
else{
printf("%d\n%d\n",b,a);
}
}
printf("\n");
printf("%d\n%d\n%d\n",a,b,c);
return 0;
}
#include
ReplyDeleteint main(){
int arr[10],i,j,temp,m[10];
for(i=0;i<3;i++){
scanf("%d",&m[i]);
arr[i]=m[i];
}
for(i=0;i<3;i++){
for(j=i+1;j<3;j++){
if(arr[i]>arr[j]){
temp=arr[i];
arr[i]=arr[j];
arr[j]=temp;
}
}
}
for(i=0;i<3;i++){
printf("%d\n",arr[i]);
}
for(i=0;i<3;i++){
printf("%d\n",m[i]);
}
}
its show output correctly but why didn't accept online judge,,,i don't understand