Albatross Mohoshi's Blog
প্রশ্নের দিক নির্দাশবলীঃ
* প্রথমেই দেখতে হবে, যে ইনপুট টা কিভাবে নিতে বলা হয়েছে এবং আউটপুট টা কিভাবে
দেখাতে বলা হয়েছে ।
*প্রথমেই একটি সেলার এর নাম ইনপুট নিতে হবে । এরপর ইনপুট হিসাবে তার বেতন নিতে হবে এবং সে কত টাকা মাসে পন্য বিক্রি করে সেটি নিতে হবে।
*আউটপুট হিসাবে দেখাতে হবে (তার বেতন + সে পণ্য সেল করে ঐ টাকার ১৫% লাভ পায় তার
যোগফল। টাকার আগে অবশ্যই R$ দিতে হবে. এবং পুরোটিকে TOTAL দ্বারা প্রকাশ করতে হবে।
* "=" চিহ্নের আগে পরে স্পেস দিতে হবে নতুবা আন্সার গ্রহনযোগ্য হবে না কিন্তু।
* নিউ লাইন দিতে ভুলে যেয়ো না কিন্তু নাহলে প্রেজেন্টেশন এরর!
* প্রোগ্রামটি হয়ে গেলে প্রশ্নের ইনপুট গুলো দিয়ে পরীক্ষা করে দেখো উপরোক্ত আউটপুট গুলো আসে কিনা।
সমাধানঃ
#include<stdio.h>
//#include<string.h>
int main()
{
char x[100];
double a;
double c,b;
scanf("%s",x);
scanf("%lf",&a);
scanf("%lf",&b);
c=a+(b*0.15);
//printf("%s\n", x);
printf("TOTAL = R$ %.2lf\n",c);
return 0;
}
No comments:
Post a Comment