Albatross Mohoshi's Blog's
প্রশ্নের দিক নির্দাশবলীঃ
* প্রথমেই দেখতে হবে, যে ইনপুট টা কিভাবে নিতে বলা হয়েছে এবং আউটপুট টা কিভাবে
দেখাতে বলা হয়েছে।
* এই প্রোগ্রামটি URI এর ১০১৮ নাম্বারের অনুরুপ। শুধুমাত্র পয়সাটা যোগ করতে হবে নিয়মে।
* ভাল করে দেখবে তোমাকে কোন কোন নোট ব্যবহার করতে বলা হয়েছে এবং পয়সা ব্যবহার করতে বলা হয়েছে।
* নিউ লাইন দিতে ভুলে যেয়ো না কিন্তু নাহলে প্রেজেন্টেশন এরর!
* প্রোগ্রামটি হয়ে গেলে প্রশ্নের ইনপুট গুলো দিয়ে পরীক্ষা করে দেখো উপরোক্ত আউটপুট গুলো আসে কিনা।
সমাধানঃ
int main()
{
double A,D,E;
scanf("%lf",&A);
int N,a,b,c,d,e,f,g,h,i,j,k,l,B,m,n,o,p,q,r,s,t,u;
N=A;
a=N/100;
b=N%100;
c=b/50;
d=b%50;
e=d/20;
f=d%20;
g=f/10;
h=f%10;
i=h/5;
j=h%5;
k=j/2;
l=j%2;
E=A*100;
B=(int) E;
m=B%100;
n=m/50;
o=m%50;
p=o/25;
q=o%25;
r=q/10;
s=q%10;
t=s/5;
u=s%5;
printf ("NOTAS:\n");
printf ("%d nota(s) de R$ 100.00\n",a);
printf ("%d nota(s) de R$ 50.00\n",c);
printf ("%d nota(s) de R$ 20.00\n",e);
printf ("%d nota(s) de R$ 10.00\n",g);
printf ("%d nota(s) de R$ 5.00\n",i);
printf ("%d nota(s) de R$ 2.00\n",k);
printf ("MOEDAS:\n");
printf ("%d moeda(s) de R$ 1.00\n",l);
printf ("%d moeda(s) de R$ 0.50\n",n);
printf ("%d moeda(s) de R$ 0.25\n",p);
printf ("%d moeda(s) de R$ 0.10\n",r);
printf ("%d moeda(s) de R$ 0.05\n",t);
printf ("%d moeda(s) de R$ 0.01\n",u);
return 0;
}
No comments:
Post a Comment