Albatross Mohoshi's Blog's
প্রশ্নের দিক নির্দাশবলীঃ
* প্রথমেই দেখতে হবে, যে ইনপুট টা কিভাবে নিতে বলা হয়েছে এবং আউটপুট টা কিভাবে
দেখাতে বলা হয়েছে ।
* যারা ইতিমধ্যে সাইন্স থেকে পড়ে এসেছো তারা বুঝেই ফেলেছো এই প্রশ্নটি তে কি বলা হয়েছে। দুট বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলা হয়েছে । আর এটি কিভাবে বের করে তার সুত্র এখানে দেওয়া হয়েছে।
* আউটপুটে অবশ্যই দশমিক এর পরে চার ঘর রাখবে।
* নিউ লাইন দিতে ভুলে যেয়ো না কিন্তু নাহলে প্রেজেন্টেশন এরর!
* প্রোগ্রামটি হয়ে গেলে প্রশ্নের ইনপুট গুলো দিয়ে পরীক্ষা করে দেখো উপরোক্ত আউটপুট গুলো আসে কিনা।
সমাধানঃ
#include<stdio.h>
#include<math.h>
int main()
{
double x1,x2,y1,y2;
double a,b,c,d;
scanf("%lf %lf %lf %lf",&x1,&y1,&x2,&y2);
a=(x2-x1)*(x2-x1);
b=(y2-y1)*(y2-y1);
c=a+b;
printf("%.4lf\n",sqrt(c)); /// এই খানে math লিখার কারনে sqrt ফাংশন ব্যবহার করা হয়েছে এটি বর্গ্মুল করার জন্য ব্যবহার করা হয়
return 0;
}
No comments:
Post a Comment