Albatross Mohoshi's Blog
প্রশ্নের দিক নির্দাশবলীঃ
* প্রথমেই দেখতে হবে, যে ইনপুট টা কিভাবে নিতে বলা হয়েছে এবং আউটপুট টা কিভাবে
দেখাতে বলা হয়েছে ।
*তিনটি ইনপুট নিতে বলা হয়েছে যেখানে প্রথমটি শ্রমিক সংখ্যা ,দ্বিতীয়টি মোট ঘন্টা(প্রথম দুইটী ইন্টেজার টাইপের ডাটা) এবং তৃতীয়টি প্রতি ঘন্টায় কত টাকা পায় সেটা(এটা ডাবল টাইপের ডাটা,দশমিকের পর দুই ঘর পর্যন্ত )।
* আউটপুটে দেখাতে বলা হয়েছে শ্রমিক সংখ্যা যেটা ইনপুট নিতে বলা হয়েছে এবং সেটা NUMBER দ্বারা প্রকাশ করতে হবে এবং বেতন যেটা মোট শ্রমিক সংখ্যা এর সাথে প্রতি ঘন্টার বেতনটা গুন করতে হবে(অবশ্যই গুনফলকে ডাবল টাইপের ডাটা এর মাঝে রাখতে হবে ) । সেই গুনফলের আগে U$ চিহ্নটি থাকতে হবে।
* "=" চিহ্নের আগে পরে স্পেস দিতে হবে নতুবা আন্সার গ্রহনযোগ্য হবে না কিন্তু।
* নিউ লাইন দিতে ভুলে যেয়ো না কিন্তু নাহলে প্রেজেন্টেশন এরর!
* প্রোগ্রামটি হয়ে গেলে প্রশ্নের ইনপুট গুলো দিয়ে পরীক্ষা করে দেখো উপরোক্ত আউটপুট গুলো আসে কিনা।
সমাধানঃ
#include<stdio.h>
int main()
{
int num,hour;
float sal,mot;
scanf("%d",&num);
scanf("%d",&hour);
scanf("%f",&sal);
mot=hour*sal;
printf("NUMBER = %d\n",num);
printf("SALARY = U$ %.2f\n",mot);
return 0;
}
No comments:
Post a Comment