Saturday, April 22, 2017

URI solution - 1006

Albatross Mohoshi's Blog's



প্রশ্নের দিক নির্দাশবলীঃ 

*  প্রথমেই দেখতে হবে, যে ইনপুট টা কিভাবে নিতে বলা হয়েছে এবং আউটপুট টা কিভাবে 
দেখাতে বলা হয়েছে ।

*  ইউজার থেকে তিনটা ফ্লোটিং টাইপ এর ডাটা (যার রেঞ্জ হচ্ছে ০-১০)  নিতে বলা হয়েছে  যেখানে দশমিক  এরপরে একটি অঙ্ক থাকতে পারবে। সেই তিনটি ইনপুটের প্রথমটিকে ২ দ্বারা ,দ্বিতীয় টাকে এবং শেষ টিকে  ৩ দ্বারা গুন করে গুনফলকে ১০ দ্বারা ভাগ করতে হবে।

* ফলাফলটিকে MEDIA  নামে দ্বারা প্রকাশ করতে হবে ।

*  "=" চিহ্নের আগে পরে স্পেস দিতে হবে নতুবা আন্সার গ্রহনযোগ্য হবে না কিন্তু।
  
* নিউ লাইন দিতে ভুলে যেয়ো না কিন্তু নাহলে প্রেজেন্টেশন এরর!






*  প্রোগ্রামটি হয়ে গেলে প্রশ্নের ইনপুট গুলো দিয়ে পরীক্ষা করে দেখো উপরোক্ত আউটপুট গুলো আসে কিনা।

সমাধানঃ 

#include<stdio.h>
int main()
{
    float a,b,c,x;
    scanf("%f %f %f",&a,&b,&c);
    x=(a*2+b*3+c*5)/10;
    printf("MEDIA = %.1f\n",x);
    return 0;

}





No comments:

Post a Comment