Albatross Mohoshi's Blog's
প্রশ্নের দিক নির্দাশবলীঃ
* প্রথমেই দেখতে হবে, যে ইনপুট টা কিভাবে নিতে বলা হয়েছে এবং আউটপুট টা কিভাবে
দেখাতে বলা হয়েছে।
* প্রোগ্রামটি দেখলেই তোমাদের বুঝে যাওয়া উচিত কি বলতে চেয়েছে। এটি সেই স্কুল লেভেল এর অঙ্ক। দুটি ইনপুট নিতে বলা হয়েছে এবং সেই ইনপুটটি কোন কোয়ান্টামে পড়েছে সেটি দেখাতে বলা হয়েছে।
* আর বলা হয়েছে যদি পয়েন্ট X অথবা Yঅক্ষের উপের থাকে তাহলে সেটি আলাদা ভাবে লিখতে হবে।
* নিউ লাইন দিতে ভুলে যেয়ো না কিন্তু নাহলে প্রেজেন্টেশন এরর!
* প্রোগ্রামটি হয়ে গেলে প্রশ্নের ইনপুট গুলো দিয়ে পরীক্ষা করে দেখো উপরোক্ত আউটপুট গুলো আসে কিনা।
সমাধানঃ
#include<stdio.h>
int main()
{
float x,y;
scanf("%f %f",&x,&y);
if(x>0 && y>0)
{
printf("Q1\n");
}
else if(x<0 && y>0)
{
printf("Q2\n");
}
else if(x<0 && y<0)
{
printf("Q3\n");
}
else if(x>0 && y<0)
{
printf("Q4\n");
}
else if(x==0 && y==0)
{
printf("Origem\n");
}
else if(x==0 && y!=0)
{
printf("Eixo Y\n");
}
else if(y==0 && x!=0)
{
printf("Eixo X\n");
}
return 0;
}
No comments:
Post a Comment