Saturday, May 13, 2017

URI solution-1151




প্রশ্নের দিক নির্দাশবলীঃ 

*  প্রথমেই দেখতে হবে, যে ইনপুট টা কিভাবে নিতে বলা হয়েছে এবং আউটপুট টা কিভাবে 
দেখাতে বলা হয়েছে।

*  যারা গণিত নিয়ে একটু ঘাটাঘাটি করো,তাদের ইতিমধ্যে জানো ফিবোনাক্কি কি জিনিস। 
প্রোগ্রামটিতে তোমাকে একটি ইনপুট নিতে বলা হয়েছে যত ইনপুট নিবে ঠিক ততটি সংখ্যা প্রিন্ট করে দেখাতে হবে।

* নিউ লাইন দিতে ভুলে যেয়ো না কিন্তু নাহলে প্রেজেন্টেশন এরর!

* আউটপুটের লিখার স্টাইলটা অবশ্যই খেয়াল রাখবা।


*  প্রোগ্রামটি হয়ে গেলে প্রশ্নের ইনপুট গুলো দিয়ে পরীক্ষা করে দেখো উপরোক্ত আউটপুট গুলো আসে কিনা।

No comments:

Post a Comment