Wednesday, May 3, 2017

URI solution-1131


Albatross Mohoshi's Blog







প্রশ্নের দিক নির্দাশবলীঃ 

*  প্রথমেই দেখতে হবে, যে ইনপুট টা কিভাবে নিতে বলা হয়েছে এবং আউটপুট টা কিভাবে 
দেখাতে বলা হয়েছে।

* প্রোগ্রামটিতে দুইটি টিমের গোলের হিসাব করতে বলা হয়েছে। প্রথমেই তোমাকে দুইটি ইনপুট নিতে(দুই টিমের গোলের) হবে,  সেই দুইটি ইনপুট নেওয়ার পর ইউজার কে জিজ্ঞাসা করতে হবে আরও ইনপুট নিবে কিনা। যদি উত্তর হ্যা হয় তাহলে আবার দুইটি ইনপুট নিবা। আর যদি উত্তর না হয়,তাহলে প্রোগ্রামটি ওই খানে শেষ করে খেলার সারমর্ম দেখিয়ে দিবে।

  -কয়টি গোল হয়েছে, কোন দল কয়টি ম্যাচ জিতেছে,তারপর মোট ম্যাচের শেষে পরিসংখ্যান অনুযায়ী কোন দল জয়ী  হয়েছে সেটি দেখাবে।

* নিউ লাইন দিতে ভুলে যেয়ো না কিন্তু নাহলে প্রেজেন্টেশন এরর!

* আউটপুটের লিখার স্টাইলটা অবশ্যই খেয়াল রাখবা।


*  প্রোগ্রামটি হয়ে গেলে প্রশ্নের ইনপুট গুলো দিয়ে পরীক্ষা করে দেখো উপরোক্ত আউটপুট গুলো আসে কিনা।



সমাধানঃ


#include<stdio.h>
int main()
{

    int x,y,repeat;
    int match=0;
    int gremio=0,inter=0,draw=0;

    while(1)
    {
        scanf("%d %d",&x,&y);
        printf("Novo grenal (1-sim 2-nao)\n");
        scanf("%d",&repeat);
        match++;
        if(x>y)
        {
            inter++;
        }
        if(y>x)
        {
            gremio++;
        }
        if(x==y)
        {
            draw++;
        }
    if(repeat==1) continue;
    if(repeat==2) break;

}
printf("%d grenais\n",match);
printf("Inter:%d\n",inter);
printf("Gremio:%d\n",gremio);
printf("Empates:%d\n",draw);

if(inter>gremio)
{
    printf("Inter venceu mais\n");
}
else
{
    printf("Gremio venceu mais\n");
}



return 0;


}

No comments:

Post a Comment