Albatross Mohoshi's Blog
প্রশ্নের দিক নির্দাশবলীঃ
* প্রথমেই দেখতে হবে, যে ইনপুট টা কিভাবে নিতে বলা হয়েছে এবং আউটপুট টা কিভাবে
দেখাতে বলা হয়েছে।
* প্রোগ্রামটিতে দুইটি ইনপুট নিতে বলা হয়েছে। প্রথম ইনপুটটি হচ্ছে তুমি কয়টি কলাম নিবে সেটি আর দ্বিতীয়টি হচ্ছে ১ থেকে কত পর্যন্ত তুমি প্রিন্ট করবে।
মনে কর তুমি ইনপুট নিলে ২ এবং ৬। অর্থাৎ কলাম হবে দুইটি আর এটি ১ থেকে ৬ পর্যন্ত প্রিন্ট করবে।
১ ২
৩ ৪ [ কলাম দুইটি এবং ৬পর্যন্ত এটি প্রিন্ট করেছে ]
৫ ৬
* নিউ লাইন দিতে ভুলে যেয়ো না কিন্তু নাহলে প্রেজেন্টেশন এরর!
* আউটপুটের লিখার স্টাইলটা অবশ্যই খেয়াল রাখবা।
সমাধানঃ
#include<stdio.h>
int main(void){
int i,j,k,l;
scanf("%d %d", &i, &j);
for(k=1;k<=j;k++){
for(l=1;l<=i;l++){
if(l!=i)printf("%d ", k);
else if(l==i)printf("%d\n", k);
k++;
}
k--;
}
return 0;
}
* প্রোগ্রামটিতে দুইটি ইনপুট নিতে বলা হয়েছে। প্রথম ইনপুটটি হচ্ছে তুমি কয়টি কলাম নিবে সেটি আর দ্বিতীয়টি হচ্ছে ১ থেকে কত পর্যন্ত তুমি প্রিন্ট করবে।
মনে কর তুমি ইনপুট নিলে ২ এবং ৬। অর্থাৎ কলাম হবে দুইটি আর এটি ১ থেকে ৬ পর্যন্ত প্রিন্ট করবে।
১ ২
৩ ৪ [ কলাম দুইটি এবং ৬পর্যন্ত এটি প্রিন্ট করেছে ]
৫ ৬
* নিউ লাইন দিতে ভুলে যেয়ো না কিন্তু নাহলে প্রেজেন্টেশন এরর!
* আউটপুটের লিখার স্টাইলটা অবশ্যই খেয়াল রাখবা।
* প্রোগ্রামটি হয়ে গেলে প্রশ্নের ইনপুট গুলো দিয়ে পরীক্ষা করে দেখো উপরোক্ত আউটপুট গুলো আসে কিনা।
সমাধানঃ
#include<stdio.h>
int main(void){
int i,j,k,l;
scanf("%d %d", &i, &j);
for(k=1;k<=j;k++){
for(l=1;l<=i;l++){
if(l!=i)printf("%d ", k);
else if(l==i)printf("%d\n", k);
k++;
}
k--;
}
return 0;
}
No comments:
Post a Comment