Saturday, May 6, 2017

URI solution-1149


Albatross Mohoshi's Blog




প্রশ্নের দিক নির্দাশবলীঃ 

*  প্রথমেই দেখতে হবে, যে ইনপুট টা কিভাবে নিতে বলা হয়েছে এবং আউটপুট টা কিভাবে 
দেখাতে বলা হয়েছে।

* প্রোগ্রামটিতে  তোমাকে দুইটি ইনপুট নিতে বলা হয়েছে। যদি দ্বিতীয় ইনপুটের মান ০ হয় তাহলে 
প্রটটগ্রামটি ওই ইনপুটের মান আবার নিতে বলবে যতক্ষন না ০ থেকে বড় হয়।

  প্রথম ইনপুটটি নির্দেশ করে তুমি কত থেকে শুরু করবা। আর দ্বিতীয় ইনপুটটি কতবার যোগফলটা লুপ করে চলবে।

   ধর তুমি দিলে ২ ও ৩। 
                            ০+২=২
                            ২+৩=৫    {খেয়াল কর তোমার লুপটা ৩বার  চলছে আর ২ থেকে শুরু হয়ে 
                            ৫+৪=৯      তিন নাম্বার লুপ শেষ হওয়া পর্যন্ত চলছে এক এক করে বৃদ্ধি হয়ে  }
                         



সমাধানঃ

#include<stdio.h>
int main(void){

    int i,inp1,inp2,l,m=1,n=0;
    scanf("%d", &inp1);
    for(i=0;;i++){

        scanf("%d", &inp2);
        if(inp2>0)break;

    }

    for(l=inp1;m<=inp2;l++){

        n+=l;
        m++;

    }
    printf("%d\n", n);

}



No comments:

Post a Comment